ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

তেল মারা বন্ধ করেন, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১২ জানুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলবো, আপনারা রাজনৈতিক নেতাকর্মীকে তেল মারা বন্ধ করেন। আপনারা কঠোর হন। ভবিষ্যতে কে আসবে, সেটা পরে দেখা যাবে।

রোববার (১২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‌কোনও অবস্থায় কোনও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সে যে দলের হোক, যত বড় নেতা হোক।

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কাউকে ছাড় দেবেন না, সেটা আমার ভাই হলেও। আপনারা অপরাধীদের চার্জশিটে ঢোকান। তারা এমপি হোক বা না হোক, সেটা যে সময় হবে সে সময় দেখা যাবে। এখন আইনশৃঙ্খলায় তাদের কোনও হাত নাই। আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলবো, আপনারা রাজনৈতিক নেতাকর্মীকে তেল মারা বন্ধ করেন। আপনারা কঠোর হন। ভবিষ্যতে কে আসবে, সেটা পরে দেখা যাবে। কোনও মৌসুমি নেতারা দেশের জন্য কিছু করে নাই। আপনারা কঠোর হবেন, এখনই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সুযোগ। কোনও অবস্থাতেই কাউকে ছাড় দেবেন না।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনও আপত্তি নাই। কিন্তু আপনারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, কোনও অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন।

কৃষিকাজ নিয়ে উপদেষ্টা বলেন, মুন্সীগঞ্জে আলু উৎপাদন বেশি হয়। গত দুই বছর আলুর দামও বেশি হয়েছে। আলুর দাম বাড়ায় এখন সবাই বলছে আলুর দাম বেশি, আলুর দাম বেশি। কিন্তু গত পাঁচ-ছয় বছর কৃষকরা আলুতে অনেক লোকসান গুনেছেন। সে সময় এসব বিষয় নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি।

স্থানীয় কৃষক-জনতার উদ্দেশে তিনি বলেন, এখন দেশে কৃষিশ্রমিক পাওয়া যায় না। একজন ছেলে যদি প্রবাসে থাকেন, সে দেশে এসে আর মাঠে কাজ করতে চায় না। এটা একটা খারাপ দিক। চা খেয়ে শরীরের ক্ষতি না করে মাঠে কাজ করে দেশের উৎপাদন বাড়ান।

কৃষি কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, প্রতিটি ইউনিয়নে তিন জন করে কৃষি কর্মকর্তা আছেন। তারা যেন কৃষকের পাশে থাকেন। ইউনিয়ন পরিষদ অফিসে যেন বসে না থাকেন। তাহলে কৃষিতে উন্নতি হবে। আমাদের কৃষকেরা আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছেন।

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি, আমার সরকারি কর্মকর্তারা যদি কেউ দুর্নীতি করে, সেটি আপনারা ফলাও করে প্রচার করবেন। দুর্নীতি কমে গেলে দেশের উন্নতি হবে। রাজনৈতিক ব্যক্তিরা যারা ভবিষ্যতে আসবেন, তারাও সজাগ হবেন। কিন্তু মিথ্যা সংবাদ প্রচার করবেন না।

নদীতে বালুমহাল দখল নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া অরাজকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যাতে নদীতে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে, সেজন্য স্থানীয় প্রশাসনকে বালুমহাল ইজারা দেওয়ার সময় মহালের সীমানা চিহ্নিত করে দিতে হবে। নৌ-পুলিশের যানবাহন কমের কারণে অভিযান পরিচালনায় সমস্যা হয়। এ কারণে এখন থেকে কোস্টগার্ড অভিযান পরিচালনা করবে। নৌ-পুলিশ কোস্টগার্ডের সঙ্গে থেকে সহযোগিতা করবে।

এর আগে সিরাজদিখানের কৃষকদের মধ্যে ৩০টি পাওয়ার টিলার ও ৪০টি শ্যালো মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মো. মাহমুদুর রহমান প্রমুখ।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি